বাংলাদেশ ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট ঈদের বাজার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৪৯ Time View

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে মার্কেট, শপিংমলে নতুন কাপড়ের কেনা-বেচা। এক্ষেত্রে মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও নানা ডিজাইন এবং নতুন ট্রেন্ডের বিপুল পরিমাণ পোশাক প্রস্তুত করা হয়েছে।

আবহাওয়া, চাহিদা এবং ক্রেতার পছন্দ মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউস এবং বিভিন্ন ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের ঈদের পোশাকের জন্য বিশেষ সংগ্রহ পাওয়া যাচ্ছে। আর সেসব পোশাকে দেখা গেছে আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশ্রণ।

রোববার (১৬ মার্চ) রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকার কয়েকটি মার্কেট ও ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের বিপুল পরিমাণ পোশাকের সমাহার দেখা গেছে।

যার মধ্যে ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জোব্বা, শার্ট-প্যান্ট রয়েছে। আর এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি, কটন, সিল্কসহ বিভিন্ন কাপড়।

রয়েছে রঙের বিভিন্নতাও। সাদা, নীল, সবুজ, সোনালি এবং কালো রঙের শেরওয়ানি ও পাঞ্জাবি বিশেষভাবে নজর কাড়ছে। তেমনি ফ্যাশন হাউসগুলো তরুণদের জন্য আধুনিক এবং স্টাইলিশ পোশাকের আয়োজনও করেছে। এছাড়া, পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা-প্যান্ট বা শালওয়ারের কালেকশনও দেখা গেছে।

এক বিক্রয়কর্মী বলেন, আমাদের এখানে এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। মূলত, রোজার শেষ দশকে এখানে ভিড় বাড়ে। সেদিক বিবেচনায় রেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও কেনা-বেচা বেশ ভালোই হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এবারের ঈদ কেনাকাটায় তারা হালকা কাপড়ের পোশাককে প্রাধান্য দিচ্ছেন। কারণ, গরমের দিন আবহাওয়া উপযোগী কাপড় না হলে ঈদ উদ্‌যাপনের আনন্দে ভাটা পড়তে পারে।

এক তরুণ ক্রেতা বলেন, এবারের ঈদ পুরোপুরি গরমের মধ্যে পড়বে। সেজন্য কেনাকাটায় হালকা কাপড়ের পোশাকের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। বেশি তাপমাত্রায় আরামদায়ক পোশাক না হলে সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য সুতি কাপড়ের পাঞ্জাবি-পায়জামা এবং টিশার্টই পছন্দের শীর্ষে।

Tag :
About Author Information

ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট ঈদের বাজার

Update Time : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে মার্কেট, শপিংমলে নতুন কাপড়ের কেনা-বেচা। এক্ষেত্রে মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও নানা ডিজাইন এবং নতুন ট্রেন্ডের বিপুল পরিমাণ পোশাক প্রস্তুত করা হয়েছে।

আবহাওয়া, চাহিদা এবং ক্রেতার পছন্দ মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউস এবং বিভিন্ন ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের ঈদের পোশাকের জন্য বিশেষ সংগ্রহ পাওয়া যাচ্ছে। আর সেসব পোশাকে দেখা গেছে আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশ্রণ।

রোববার (১৬ মার্চ) রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকার কয়েকটি মার্কেট ও ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের বিপুল পরিমাণ পোশাকের সমাহার দেখা গেছে।

যার মধ্যে ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জোব্বা, শার্ট-প্যান্ট রয়েছে। আর এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি, কটন, সিল্কসহ বিভিন্ন কাপড়।

রয়েছে রঙের বিভিন্নতাও। সাদা, নীল, সবুজ, সোনালি এবং কালো রঙের শেরওয়ানি ও পাঞ্জাবি বিশেষভাবে নজর কাড়ছে। তেমনি ফ্যাশন হাউসগুলো তরুণদের জন্য আধুনিক এবং স্টাইলিশ পোশাকের আয়োজনও করেছে। এছাড়া, পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা-প্যান্ট বা শালওয়ারের কালেকশনও দেখা গেছে।

এক বিক্রয়কর্মী বলেন, আমাদের এখানে এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। মূলত, রোজার শেষ দশকে এখানে ভিড় বাড়ে। সেদিক বিবেচনায় রেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও কেনা-বেচা বেশ ভালোই হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এবারের ঈদ কেনাকাটায় তারা হালকা কাপড়ের পোশাককে প্রাধান্য দিচ্ছেন। কারণ, গরমের দিন আবহাওয়া উপযোগী কাপড় না হলে ঈদ উদ্‌যাপনের আনন্দে ভাটা পড়তে পারে।

এক তরুণ ক্রেতা বলেন, এবারের ঈদ পুরোপুরি গরমের মধ্যে পড়বে। সেজন্য কেনাকাটায় হালকা কাপড়ের পোশাকের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। বেশি তাপমাত্রায় আরামদায়ক পোশাক না হলে সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য সুতি কাপড়ের পাঞ্জাবি-পায়জামা এবং টিশার্টই পছন্দের শীর্ষে।