ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি ‘বড় সংকটে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয়, জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি।’
ইরানি নেতাদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু করবেন না। কারণ, আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব।’
তিনি আরও বলেন, ‘অতীতের মতো তারা যদি আবারো মানুষ হত্যা শুরু করে, তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব।’
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘এর মানে এ নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে। বরং এর অর্থ হলো, তাদের এমন সব স্পর্শকাতর জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে, যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’
Reporter Name 











