কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়লে তিনি আবার অস্ত্র হাতে নিতে বাধ্য হবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো এ কথা বলেন।
একসময়কার বিদ্রোহী নেতা পেত্রো দীর্ঘদিন ধরেই ট্রাম্পের কটূক্তি ও হুমকির শিকার হয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র স্পর্শ করব না। কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে আমি আবার অস্ত্র ধরব।’
এদিকে ট্রাম্প গতকাল এক বক্তব্যে কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তার উচিত ‘নিজের পিঠ বাঁচিয়ে চলা’। একই সঙ্গে তিনি পেত্রোকে আক্রমণ করে তাকে একজন অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দেন এবং তাকে কটূক্তি করে দাবি করেন যে তিনি কোকেন তৈরি ও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন।
Reporter Name 












