বাংলাদেশ ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭৭ Time View

শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়াহ’র কারণে ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় ১৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন, যাতে পুরো দ্বীপে এক সপ্তাহ ধরে চলা অতি ভারী বৃষ্টির পর সৃষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করা যায়।

ডিএমসি মহাপরিচালক সম্পথ কোটউয়েগোদা বলেন, আমাদের কাছে ১৩২ জনের মৃত্যুর তথ্য আছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে। ত্রাণ কার্যক্রম শক্তিশালী করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী আজ একজন জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। অনুরাধাপুরা জেলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

Tag :
About Author Information

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

Update Time : ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়াহ’র কারণে ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় ১৫ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন, যাতে পুরো দ্বীপে এক সপ্তাহ ধরে চলা অতি ভারী বৃষ্টির পর সৃষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করা যায়।

ডিএমসি মহাপরিচালক সম্পথ কোটউয়েগোদা বলেন, আমাদের কাছে ১৩২ জনের মৃত্যুর তথ্য আছে এবং আরো ১৭৬ জন নিখোঁজ রয়েছে। ত্রাণ কার্যক্রম শক্তিশালী করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী আজ একজন জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। অনুরাধাপুরা জেলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।