বাংলাদেশ ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি: উদ্ধার ১৪ জেলে , নিখোঁজ ৬

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৪৩ Time View

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার এফবি মায়ের দোয়া ডুবির ঘটনায় ১৪ জেলে উদ্ধার এবং ৬ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনা ঘটে ২০ আগস্ট বুধবার। পাইপ বয়া সংলগ্ন এলাকায় ভেসে থাকা ১৩ জেলেকে একটি ছোট মাছধরা ট্রলার উদ্ধার করে। একই দিনে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অন্য একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে।

নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন:আবু তাহের (৫৫),কামাল (৩৫),রিয়াজ উদ্দিন (২২),তমিজ (১৮),সোহাগ (২০), শাহাবুদ্দিন (৪৫)।

উদ্ধার হওয়া ১৪ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলে চট্টগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার চট্টগ্রামের বাঁশখালি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি ২০ জন জেলের সঙ্গে গভীর সমুদ্রে যায়। ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৯০ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Tag :
About Author Information

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি: উদ্ধার ১৪ জেলে , নিখোঁজ ৬

Update Time : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার এফবি মায়ের দোয়া ডুবির ঘটনায় ১৪ জেলে উদ্ধার এবং ৬ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনা ঘটে ২০ আগস্ট বুধবার। পাইপ বয়া সংলগ্ন এলাকায় ভেসে থাকা ১৩ জেলেকে একটি ছোট মাছধরা ট্রলার উদ্ধার করে। একই দিনে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অন্য একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে।

নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন:আবু তাহের (৫৫),কামাল (৩৫),রিয়াজ উদ্দিন (২২),তমিজ (১৮),সোহাগ (২০), শাহাবুদ্দিন (৪৫)।

উদ্ধার হওয়া ১৪ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলে চট্টগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার চট্টগ্রামের বাঁশখালি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি ২০ জন জেলের সঙ্গে গভীর সমুদ্রে যায়। ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৯০ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।