দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ছোট শহরে খোলা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (২১ ডিসেম্বর) জোহানেসবার্গ পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এই ঘটনা ঘটেছে। কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা কিছু ভুক্তভোগীকে এলোপাতাড়ি গুলি করেছে।’
গৌতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেছেন, ‘হামলায় দশজন নিহত হয়েছেন। নিহতদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেয়া হয়েছে।’
কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অপরাধের প্রবণতা বেড়েছে। কিছুদিন আগেই প্রিটোরিয়ায় বন্দুক হামলা হয়েছিল। বেআইনি পানশালায় সেই হামলা ঘটে। হামরায় ১২ জনের মৃত্যু হয়।
Reporter Name 












