বাংলাদেশ ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৪৩৯ Time View

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে ইরান। পার্লামেন্টে পাশ হওয়া সংশ্লিষ্ট বিলটির অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইএইএর প্রতি ক্ষোভের শুরু ১৩ জুন, যখন ইসরায়েল রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বোমা হামলা চালায়। ইরান মনে করে, ওই হামলার পেছনে প্ররোচক হিসেবে ভূমিকা রেখেছে আইএইএ। ইসরায়েলের দাবি, সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম মজুদের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উল্লেখ করার পরই শুরু হয় ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান হামলা অভিযান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “যত দিন না আইএইএ পেশাদার আচরণের গ্যারান্টি দিচ্ছে, তত দিন তাদের সঙ্গে সহযোগিতা বন্ধ রাখা উচিত।” এই অবস্থান থেকেই বুধবার মজলিশে একটি বিল পাশ হয়, যার অনুমোদন আসে বৃহস্পতিবার।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান আইএইএর সঙ্গে এনপিটি (পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি) স্বাক্ষর করে, যেখানে তারা পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেয় এবং আইএইএকে পর্যবেক্ষণে সহযোগিতার অঙ্গীকার করে। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সহযোগিতা স্থগিত করলো দেশটি।

Tag :
About Author Information

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত করেছে ইরান। পার্লামেন্টে পাশ হওয়া সংশ্লিষ্ট বিলটির অনুমোদন দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইএইএর প্রতি ক্ষোভের শুরু ১৩ জুন, যখন ইসরায়েল রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বোমা হামলা চালায়। ইরান মনে করে, ওই হামলার পেছনে প্ররোচক হিসেবে ভূমিকা রেখেছে আইএইএ। ইসরায়েলের দাবি, সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম মজুদের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উল্লেখ করার পরই শুরু হয় ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান হামলা অভিযান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “যত দিন না আইএইএ পেশাদার আচরণের গ্যারান্টি দিচ্ছে, তত দিন তাদের সঙ্গে সহযোগিতা বন্ধ রাখা উচিত।” এই অবস্থান থেকেই বুধবার মজলিশে একটি বিল পাশ হয়, যার অনুমোদন আসে বৃহস্পতিবার।

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরান আইএইএর সঙ্গে এনপিটি (পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি) স্বাক্ষর করে, যেখানে তারা পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেয় এবং আইএইএকে পর্যবেক্ষণে সহযোগিতার অঙ্গীকার করে। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সহযোগিতা স্থগিত করলো দেশটি।