বাংলাদেশ ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল: রাজনাথ সিং

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫২১ Time View

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতকর্তা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যার কারণে বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ সিং।

পাকিস্তানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।”

“যে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল, পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যে নিখুঁতভাবে সেই সব লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। কোনো অসামরিক নাগরিক স্থাপনা বা বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি- এতটাই সংবেদনশীল ছিল বাহিনী,” জানিয়েছেন রাজনাথ সিং।

তিনি বলেন, “আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল।”

Tag :
About Author Information

শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল: রাজনাথ সিং

Update Time : ০২:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতকর্তা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যার কারণে বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ সিং।

পাকিস্তানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।”

“যে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল, পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যে নিখুঁতভাবে সেই সব লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। কোনো অসামরিক নাগরিক স্থাপনা বা বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি- এতটাই সংবেদনশীল ছিল বাহিনী,” জানিয়েছেন রাজনাথ সিং।

তিনি বলেন, “আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল।”